o যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ জন নিহত o নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি o প্রধানমন্ত্রীকে সংবর্ধনা : যেসব সড়ক বন্ধ থাকব‌ে o গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত o দুই বছর বিদেশি লিগ খেলতে পারবেন না মুস্তাফিজ : পাপন

আজ শনিবার, ২১ জুলাই ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  জাতীয়  >  ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

পাবলিশড : ২০১৮-০৬-১৮ ১৩:১২:১৩ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক আশঙ্কা, আতঙ্কের পরও ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে, তা ভাবিনি।

সোমবার সচিবালয়ে ঈদ শেষে প্রথম কার্য-দিবসে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তারপরই ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

তিনি আরো বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইওয়ে পুলিশ, র্যা ব সবাই সহযোগিতা করেছে। সরকারের প্রচেষ্টার সঙ্গে জনপ্রতিনিধিরাও যুক্ত ছিলেন। এজন্য তাদের সবাইকে ধন্যবাদ।

এ বছরদুর্ঘটনায় মৃত্যু হার কমেছে মন্তব্য করে সেতু বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনা অনেক কমেছে। এ বছর সব মিলিয়ে ৬০-৬৫ জন মারা গেছেন।