o রামগড়ে সাংগ্রাই উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন o মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী প্রাথমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা o মোরেলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু o রাতে ২০ দলীয় জোটের বৈঠক o জাতিসংঘের তিন অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশের জয়

আজ শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিজ্ঞান ও প্রযুক্তি  >  চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু!

চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু!

পাবলিশড : ২০১৮-০৩-২০ ১৬:২৩:৫২ পিএম

।। প্রতিদিনের চিত্র অনলাইন ।।

ভারতে ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে উমা ওরাম (১৮) নামের এক তরুণী কথা বলার সময় মুঠোফোন বিস্ফোরণে প্রাণ হারালেন।

জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা মুঠোফোনে কল করতে গিয়ে দেখেন চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদিও এরআগে বিশ্বের বিভিন্ন স্থানে মুঠোফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এবার অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে।  এতো পুরাতন মডেলের ফোন কী কারণে বিস্ফোরিত হল, তা এখনো জানা যায়নি।  মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে। সূত্র: মিরর।