o নিরপেক্ষ দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ o রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার-প্রচারণা শুরু o প্রশাসন ও আইসিটির প্রশিক্ষণে থাইল্যান্ড যাচ্ছেন কুতুবদিয়ার প্রধান শিক্ষক জহির o নড়াইলের দুটি আসনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন o শাহজাদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আজ সোমবার, ১১ ডিসেম্বর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  প্রথম বাংলা ডান্স ফিল্মে অঙ্কুশ

প্রথম বাংলা ডান্স ফিল্মে অঙ্কুশ

পাবলিশড : ২০১৮-০৩-২০ ১৪:৩১:০১ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

বলো দুগ্গা মাঈকী’র পর ফের টলিউডে ফিরছেন অঙ্কুশ হাজরা। শোনা যাচ্ছে, বাংলার প্রথম ডান্স ফিল্মে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘ডি4 ডান্স’। ছবির পরিচালনা করছেন খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক বাবা যাদব। শোনা যাচ্ছে এই ছবির প্রযোজনা করবে ভেঙ্কটেশ ফিল্মস।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে পরিচালক বাবা যাদব জানিয়েছেন, অঙ্কুশের নাচের দক্ষতার কথা ভেবেই এই ছবিতে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এদিকে এই ফিল্মের জন্য অঙ্কুশ মুম্বইয়ে নাচের বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন বলে জানা গিয়েছে।  ইতিমধ্যেই, ‘ডি4 ডান্স’ ফিল্মের জন্য শরীর চর্চা জোর কদমে শরীরচর্চা করা শুরু করেছেন অঙ্কুশ। সোশ্যাল সাইটে সেই শরীরচর্চার ছবিও পোস্ট করেছেন তিনি।

গতবছর অঙ্কুশকে দেখা গিয়েছে দুটি ছবি, রবি কিনাগীর ‘আমি যে কে তোমার’ এবং রাজ চক্রবর্তীর ‘বলো দুগ্গা মাঈকী’ ছবিতে।