o রামগড়ে সাংগ্রাই উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন o মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী প্রাথমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা o মোরেলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু o রাতে ২০ দলীয় জোটের বৈঠক o জাতিসংঘের তিন অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশের জয়

আজ শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  প্রথম বাংলা ডান্স ফিল্মে অঙ্কুশ

প্রথম বাংলা ডান্স ফিল্মে অঙ্কুশ

পাবলিশড : ২০১৮-০৩-২০ ১৪:৩১:০১ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

বলো দুগ্গা মাঈকী’র পর ফের টলিউডে ফিরছেন অঙ্কুশ হাজরা। শোনা যাচ্ছে, বাংলার প্রথম ডান্স ফিল্মে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘ডি4 ডান্স’। ছবির পরিচালনা করছেন খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক বাবা যাদব। শোনা যাচ্ছে এই ছবির প্রযোজনা করবে ভেঙ্কটেশ ফিল্মস।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে পরিচালক বাবা যাদব জানিয়েছেন, অঙ্কুশের নাচের দক্ষতার কথা ভেবেই এই ছবিতে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এদিকে এই ফিল্মের জন্য অঙ্কুশ মুম্বইয়ে নাচের বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন বলে জানা গিয়েছে।  ইতিমধ্যেই, ‘ডি4 ডান্স’ ফিল্মের জন্য শরীর চর্চা জোর কদমে শরীরচর্চা করা শুরু করেছেন অঙ্কুশ। সোশ্যাল সাইটে সেই শরীরচর্চার ছবিও পোস্ট করেছেন তিনি।

গতবছর অঙ্কুশকে দেখা গিয়েছে দুটি ছবি, রবি কিনাগীর ‘আমি যে কে তোমার’ এবং রাজ চক্রবর্তীর ‘বলো দুগ্গা মাঈকী’ ছবিতে।