o রামগড়ে সাংগ্রাই উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন o মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী প্রাথমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা o মোরেলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু o রাতে ২০ দলীয় জোটের বৈঠক o জাতিসংঘের তিন অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশের জয়

আজ শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাজনীতি  >  আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৮৯তম জন্মদিন

আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৮৯তম জন্মদিন

পাবলিশড : ২০১৮-০৩-২০ ১০:৫১:০৪ এএম

।। প্রতিদিনের চিত্র অনলাইন ।।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় কেক কেটে উদযাপন করা হয়েছে।

এ সময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের শীর্ষ নেতারা তাকে অভিনন্দন জানান।

সাবেক সেনাপ্রধান এবং চারবার নির্বাচিত সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন।