o রামগড়ে সাংগ্রাই উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন o মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী প্রাথমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা o মোরেলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু o রাতে ২০ দলীয় জোটের বৈঠক o জাতিসংঘের তিন অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশের জয়

আজ শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  প্রিয়ার ওপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা!

প্রিয়ার ওপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা!

পাবলিশড : ২০১৮-০৩-১৬ ১৬:৩৯:১৫ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

রাতারাতি জনপ্রিয় বনে যাওয়া  তারকা ও ভারতের মালইয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশের ওপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বাবা মা। প্রিয়া প্রকাশের নিরাপত্তার খাতিরে তারা এমনটি করেছেন বলে জানিয়েছেন। 

গণমাধ্যমকে প্রিয়া প্রকাশের বাবা জানান, তারা মেয়ে প্রিয়া প্রকাশের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে তাকে সিমবিহীন মোবাইল ফোন দেওয়া হয়েছে। যাতে করে সে মোবাইলে শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারে। আর তার কলেজ ও বন্ধুদের সকল কলফোন বাবা মার মোবাইলে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে।

প্রিয়া প্রকাশের বাবা জানান, যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার এক সহকর্মী তাকে ভিডিওটি পাঠায়। আমি তাকে জিজ্ঞাস করলাম তুমি জানো মেয়েটি কে? না আমার জানা নেই। তখন আমি বললাম, সে আমার মেয়ে। তখন সহকর্মীটি কিচুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল।

খবর: আল আরাবিয়া উর্দু